সেলফি তুলতে গিয়ে খরস্রোতা জলঢাকা নদীতে তলিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হলো। সোমবার সকালে পুলিশের তরফ থেকে একটি উদ্ধারকারী ডুবুরি দল জলঢাকা নদীতে তল্লাশি করে একজনের দেহ উদ্ধার করে। দ্বিতীয় যুবকের দেহের খোঁজ চলছে।
রবিবার ধূপগুড়ির দুই যুবক কাজল ঘোষ ও আলিফুল ইসলাম মোটর বাইকে চেপে কালিম্পং জেলার ঝালং- বিন্দু এলাকায় ঘুরতে গেছিল।রবিবার কালিম্পং জেলার বিন্দুর কাছের ঘটনা।এরপর রবিবার বিকেলে নদীর ধারে একটি পাথরের উপরে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে একজন তলিয়ে যায়। অপর বন্ধু তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তবে শেষ রক্ষা হয়নি। রবিবার রাত পর্যন্ত তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শেষমেষ সোমবার সকালে একজনের দেহ পাওয়া গিয়েছে। অপরজনের খোঁজো চলছে তল্লাশি।












।































































































































