করোনা (Corona) আবহের মধ্যেই আজ,সোমবার থেকে শিয়ালদহ (Sealdah) ও হাওড়া (Howrah) শাখায় বাড়ল স্টাফ স্পেশাল ট্রেন (Staff Special Train)। এদিন শিয়ালদহ শাখায় সারাদিনে ৪৬২টি স্টাফ স্পেশাল ট্রেন চলবে। এতদিন পর্যন্ত এই শাখায় ৩৯০টি স্পেশাল ট্রেন চলত। ফলে সোমবার থেকে এক ধাক্কায় ৭২টি ট্রেন বাড়ানো হলো। শিয়ালদহ শাখায় কাউন্টার থেকে ডেইলি টিকিট ইস্যুরও সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যদিও কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে।
একইভাবে সোমবার থেকে থেকে হাওড়া শাখাতেও স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ছে। ১৯৪টির বদলে সারাদিনে ওই শাখায় চলবে ২০৪টি স্পেশাল ট্রেন। যদিও হাওড়া শাখায় কাউন্টার থেকে ডেইলি টিকিট ইস্যুর সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।
এদিকে রেলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই পরিচয় পত্র-সহ স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার যোগ্য। অর্থাৎস্বাস্থ্য বিভাগ, সংবাদমাধ্যম, ডাকঘর কর্মী, টেলিফোন কর্মী, পুলিশ, ব্যাঙ্ক বিমা সংস্থা ইত্যাদি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।




































































































































