টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics ) টেনিসে মহিলাদের ডাবলসে হারলেন সানিয়া মির্জা( sania mirza) ও অঙ্কিতা রায়না( ankita raina) জুটি। এদিন তারা হারলেন ইউক্রেনের দুই বোন লিউডমিলা কিচেনোক ও নাদিয়া কিচেনোকের কাছে। ম্যাচের ফলাফল ৬-০, ৬-৭, ৮-১০।
যদিও ম্যাচের প্রথম সেট থেকে দারুণ পারফরম্যান্স করেন সানিয়া-অঙ্কিতা জুটি। একেবারে উড়িয়ে দেন ইউক্রেনের দুই বোনকে। প্রথম সেট ৬-০ গেমে জিতেও নেন সানিয়া-অঙ্কিতা জুটি। প্রথম থেকেই সানিয়া এবং অঙ্কিতাকে বেশ অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। তবে প্রশংসা করতেই হবে কিচেনোক বোনদের। প্রথম সেটের অমন হারের পর ম্যাচে দারুণ কামব্যাক করেন তারা। দ্বিতীয় সেটে সানিয়ারা ৫-৩ সেটে এগিয়ে থাকলেও, সেখান থেকে ম্যাচ বের করে নেন কিচেনোকর জুটি। শেষ অবধি জয় হাসিল করে নেন তারা। আর শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে জয় পান ইউক্রেনের দুই বোনের জুটি।

এই হার নিঃসন্দেহে বেদনাদায়ক হবে সানিয়া-অঙ্কিতার জন্য। প্রথম সেটে দুরন্ত লড়াইয়ের পরও খেই হারিয়ে ফেললেন তারা।
আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু পিভি সিন্ধুর













































































































































