শুরুটা ভাল করলেও শেষ রক্ষা হল না। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) তিরন্দাজের মিক্সড ডাবলসের( Mixed Archer) কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলন দীপিকা কুমারী( deepika kumari) এবং প্রবীণ যাদবের (pravin jadhav) জুটি। এদিন কোয়ার্টার ফাইনালে তারা হারলেন কোরিয়ার কাছে।
শনিবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ২-১ জিতে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করেন দীপিকা-প্রবিন জুটি। কিন্তু কোয়ার্টার ফাইনালে কোরিয়ার আন সান ও কিম জে ডিওকের সামনে দাঁড়াতেই পারলেন তারা। দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের জুটি হার মানেন আন সান ও কিম জে ডিওকের কাছে। প্রথমে ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল কোরিয়া, কিন্তু তারপর ২-৪ এ নিয়ে আসে দীপিকা-প্রবীণ জুটি। তবে শেষ অবধি কামব্যাকের আশাকে ভেঙে দিয়ে ৬-২ ব্যবধানে জয়ী হল কোরিয়া।
এদিকে ব্যাডমিন্টনে বড়সড় অঘটন পেল ভারত। পুরুষদের সিঙ্গলসে গ্রুপ ডি এর ম্যাচে ইজরায়েলের মিশা জিলমেরম্যানের কাছে স্ট্রেট সেটে হারলেন সাই প্রনীথ। ম্যাচের ফলাফল ১৭-২১, ১৫-২১।

প্রথম সেটে বেশ ভালো শুরু করেছিলেন সাই, কিন্তু ধীরে ধীরে মিশা খেলাটি ধরে নেন, আর শেষ অবধি প্রথম সেট জিতে নেন মিশা। আর দ্বিতীয় সেটেও জয়ের ধারা বজায় রাখেন তিনি। যার জেরে ১৭-২১, ১৫-২১ ফলে হার মানলেন সাই প্রণীথ।
আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন













































































































































