পেগাসাসকাণ্ড পৌঁছল সুপ্রিম কোর্টে, মামলা আইনজীবীর

0
2

পেগাসাসকাণ্ড পৌঁছল এবার সুপ্রিম কোর্টে। মামলা করলেন আইনজীবী এম এল শর্মা। তাঁর স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নেতৃত্বে সিট গড়ে গোটা ঘটনার তদন্ত করা হোক।

সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে আইনজীবীর দাবি, পেগাসাস বা আড়িপাতা কাণ্ড আসলে ভারতের নিরপেক্ষতা, নিরাপত্তা এবং গোপনীয়তার উপর আঘাত। কেন্দ্রীয় সরকার এর দায় এড়াতে পারে না। দেশের মানুষের গোপনীয়তার অধিকারের উপর আঘাত হানা নিশ্চিতভাবে বড় অপরাধ, বেআইনি ও অসাংবিধানিক। এই ঘটনার তদন্তের জন্য সিট তৈরি হোক, যার নজরদারি করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ইতিমধ্যে শুক্রবার সকালেই সংসদ চত্বরে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পেগাসাস কাণ্ড নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তদন্ত চেয়েছেন। ঘরে বাইরে সরব তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:শীতলকুচিকাণ্ডে ফের ভবানী ভবনে তলব কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরকে