যোগীর রাজ্যে আবার নৃশংস ঘটনা। মধ্যযুগীয় বর্বরতা। জিন্স পড়ার অপরাধে কিশোরীকে পিটিয়ে খুন করল নিজেরই পরিজনরা। দেহ লোপাট করতে গিয়ে ধরা পড়ে গেল অভিযুক্তরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভয়াবহ এই ঘটনার পরেও প্রশাসনের তরফে কোনও হেলদোল নেই। নামকে ওয়াস্তে গ্রেফতার করে বাঁচানোর চেষ্টা শুরু হয়েছে অভিযুক্তকে।
ফ্রিজে কোন মাংস রাখা হয়েছে, এই অপরাধে নিরীহ বৃদ্ধ আখলাখকে খুন করা হয়েছে এই উত্তরপ্রদেশে। লাভ জিহাদের নামে যখন-তখন তরুণ-তরুণীদের উপর চলে হামলা, খুনের ঘটনা। অপরাধীর হাতে পুলিশ খুনের ঘটনাও যোগী আদিত্যনাথের রাজ্যে স্বাভাবিক ঘটনা। সেখানে ফের আর ন্যক্কারজনক ঘটনা।
কী হয়েছিল? ১৭ বছরের ওই কিশোরী বাবার সঙ্গে লুধিয়ানা থেকে বেড়াতে এসেছিল ঠাকুর্দার বাড়িতে৷ দেবরিয়া জেলার একটি গ্রামে পৈতৃক বাড়ি। জিন্স টি শার্ট পড়তে ভালবাসে কিশোরী। এ নিয়ে ঠাকুর্দা আর কাকারা উষ্মা প্রকাশ করেছিল। কিন্তু সেসবে পাত্তা দেয়নি কিশোরী। এ নিয়ে কিশোরীর সঙ্গে ঠোকাঠুকি বিবাদও হয়। গত সোমবার তা হাতাহাতিতে পৌঁছায়। বেধড়ক মারা হয় কিশোরীকে। ঠাকুর্দার সঙ্গে হাত মেলায় কাকাও। মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করায় অচৈতন্য হয়ে পড়ে কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। এরপর খুনের অপরাধ থেকে বাঁচতে ঠাকুর্দা আর কাকা একটি অটোতে চাপিয়ে কিশোরীর দেহ বাঁধ থেকে নদিতে ছুড়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্য সহায় হয়নি। দেহ তারে আটকে ঝুলতে থাকে। পুলিশ এসে দেহ ময়না তদন্তে পাঠানো হয়। ঠাকুর্দা, অটো চালক গ্রেফতার হয়েছে। কিন্তু অভিযুক্ত কাকা পলাতক।
আশ্চর্যের বিষয় হলো, ভয়াবহ এই ঘটনার পরেও সরকার বা প্রশাসনের তরফে একটিও বিবৃতি আসেনি। ঘটনার নিন্দা পর্যন্ত করা হয়নি। অপরাধীরা যাতে মুক্তি না পায়, তারজন্য কোনও আইনি পদক্ষেপ করা হয়নি। উত্তরপ্রদেশে আসলে জঙ্গলরাজ চলছে, বলছেন বিরোধীরা।
আরও পড়ুন:মন কি বাত নয়, চাই কোভ্যাকসিনের মান্যতা: টুইটে খোঁচা কুণালের













































































































































