গন্তব্য ছিল নবান্ন থেকে ভবানীপুরের বাড়ি। কিন্তু তিনি সব সময়ই ব্যতিক্রমী। বৃহস্পতিবার বিকেলে আচমকাই এসএসকেএম (SSKM) হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র আবেশ বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে পৌঁছে যান তিনি। কিছুক্ষণ থাকার পর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। আশ্বস্ত হওয়ার পরই সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে প্রবল জ্বর নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ। এদিন তাঁকে দেখতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। ডাঃ সোমনাথ কুণ্ডু তাঁর চিকিৎসা করলেও তবে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সৌমিত্র ঘোষও তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রীর ভাইপো। কোনও উদ্বেগের কারন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।







































































































































