চিটফান্ড তদন্ত মামলায় হঠাৎই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তদন্ত মামলার দায়িত্বে থাকা সিবিআই এসপিকে বদলি করা হয়েছে। নতুন অফিসার ৪৮ ঘন্টার মধ্যে সিজিও কমপ্লেক্সে এসে তিনি দায়িত্ব নেবেন বলে খবর।
আইকোর, পৈলান সহ বিভিন্ন চিটফান্ড মামলার দায়িত্বে ছিলেন সিবিআই এসপি শান্তনু কর। তাঁকে বদলি করা হয়েছে বেঙ্গালুরুতে। তাঁর জায়গায় দিল্লি থেকে আসছেন তরুণ অফিসার। তিনি ২০১০ সালের আইপিএস ব্যাচ এবং এই মুহূর্তে রয়েছেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। সিবিআই সূত্রে খবর, চিটফান্ড মামলার গতি বাড়াতেই এই সিদ্ধান্ত। দ্রুত মামলা গুটিয়ে আনার নির্দেশ রয়েছে পদাধিকারী অফিসারদের উপর।
































































































































