ইংল্যান্ডের( England ) মাটিতে বসে শ্রীলঙ্কার( srilanka) বিরুদ্ধে শিখর ধাওয়ানদের ( shikhar dhawan)জয় উপভোগ করলেন বিরাট কোহলি( virat kohli), রোহিত শর্মা( rohit sharma), অজিঙ্কে রাহানেরা( ajinkye rahane)। এই সময় ভারতের দুটি দল দু’দিকে খেলছে। গতকাল থেকে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মা, কে এল রাহুলরা। অপরদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছিল শিখর ধাওয়ানরা। সেখানেই দেখা গেল শিখর ধাওয়ানদের চিয়ার করলেন বিরাটরা। এদিন বিসিসিআই ( bcci) একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা গেল এই দৃশ্য।
ভারতীয় বোর্ডের তরফে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, ডারহ্যামে প্রস্তুতি ম্যাচের ফাঁকেই খেলা দেখতে দেখা বিরাটদের। দীপক চ্যাহার, ভুবনেশ্বর কুমারদের খেলা নিয়ে আলোচনাও করতে দেখা গেল শাস্ত্রীদের। ইশান্ত হাত ঘুরিয়ে বোঝাতে চাইলেন কী ভাবে স্পিন করছেন কুলদীপ যাদব, ক্রুনাল পান্ডিয়ারা। এরপর দেখা গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর উচ্ছ্বাস ডারহামেও। এই ভিডিও পোস্ট করে লেখা হয়,” ডারহামের ভারতীয় দল যখন কলম্বোর ভারতীয় দলকে সমর্থন করে। সাজঘর, খাবার ঘর, বাস সব জায়গা থেকেই এই জয়ের সাক্ষী দল।”
When #TeamIndia in Durham cheered for #TeamIndia in Colombo.
From dressing room, dining room and on the bus, not a moment of this memorable win was missed. 🙌 #SLvIND pic.twitter.com/IQt5xcpHnr
— BCCI (@BCCI) July 20, 2021
আরও পড়ুন:বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন সন্দেশ ঝিঙ্গান, বর্ষসেরা মহিলা ফুটবলার বালা দেবী