বিয়ের অনুষ্ঠানের সব আচার-অনুষ্ঠান মেনে বৌভাতের দিনটিকে একটু অন্যভাবে স্মরণীয় করে রাখলেন মালদহের নবদম্পতি। বৌভাতের দিনেই বৃক্ষরোপনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করলেন তাঁরা।
বুধবার বিয়ে করেছেন গাজলের বাসিন্দা প্রমথ এবং সুমি বিশ্বাস। শুক্রবার গাজল ব্লকের আহোড়ার দুর্গাপুরের বাড়িতে ছিল নবদম্পতির বৌভাত। সেই অনুষ্ঠানেই আয়োজিত হয়েছিল রক্তদান শিবির। করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ৫০। নিয়ম মেনেই আমন্ত্রিত ৫০ জন অতিথি সকলেই এই রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। রক্তও দেন সকল আমন্ত্রিত অতিথিই।
শুক্রবার বৌভাতের অনুষ্ঠানেও বর নিজেই প্রথমে রক্তদান করে ওই শিবিরের সূচনা করেন। এরপ বৌভাতে আমন্ত্রিত ৫০ জনের মধ্যে ২২ জন রক্তদান করেন। রক্তদান শিবিরের পর নববধূ বৃক্ষরোপন করেন। তাঁর কথায়, ‘‘সবুজের সঙ্গে আমরা সবাই নতুন সৃষ্টির তরে।’’রক্তদানকারী প্রত্যেককে একটি করে চারাগাছ রিটার্ন গিফট উপহার দেন নবদম্পতি।
































































































































