সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের শ্রীনগর।পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে শ্রীনগরের আলমদার কলোনিতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বাহিনী।এরপর গুলির সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের আইডি বিজয় কুমার জানান,নিহতদের মধ্যে দুজনই লস্কর-ই-তইবার সদস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরবেলায় গোপনসূত্রে খবর মেলে শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনিতে লুকিয়ে রয়েছে কিছু জঙ্গি। সঙ্গে সঙ্গে সিআরপিএফ ও পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। উপায় না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই।আহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান।তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে আরও একবার জম্মুর আকাশে ড্রোন দেখা গেল। সীমান্তরক্ষী(বিএসএফ) জওয়ানরা জানিয়েছেন, গতকাল রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে মোট চারটি ড্রোন উড়তে দেখা যায়। নান্দপুরে সেনা জওয়ানরা ড্রোনকে লক্ষ্য করে গুলিও চালান। বেশ কিছুক্ষণ জম্মুর আকাশে ছিল ওই চারটি ড্রোন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
































































































































