আইসোলেশনে গেলেন তারকা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা( Wriddhiman Saha) , রিজার্ভ দলে থাকা অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)এবং বোলিং কোচ ভরত অরুণ( B. Arun)। বৃহস্পতিবার ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী করোনা আক্রান্ত হন। তাঁর সংস্পর্শে আসার কারণে আইসোলেশনে গেলেন তারা। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনটাই জানান হল।
এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়,” গত ৮ জুলাই করোনা পরীক্ষায় পজেটিভ আসে ঋষভ পন্থের। বর্তমানে তিনি তার আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। পন্থের এরপর দুটি করোনা পরীক্ষা করা হবে। তার রিপোর্ট নেতিবাচক আসার পরেই ডারহামে শিবিরের সঙ্গে যোগ দেবেন পন্থ। আর গত ১৪ জুলাই করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে দয়ানন্দ গরানীর। বর্তমানে গরানী লন্ডনে ভারতীয় দলের টিম হোটেলে আইসোলেশনে থাকবেন ১০ দিন। পাশাপাশি গরানীর নিকটে থাকার জেরে ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণকেও ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।”
বর্তমানে করোনায় আক্রান্ত পন্থ ও গরানীর চিকিৎসা করছে দলের মেডিকাল স্টাফ।
আরও পড়ুন:অবসর নিলেন আর্জেন রবেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি













































































































































