পাক সীমান্তের গুরুত্বপূর্ণ আফগান সেনাঘাঁটিতে তালিবানি কবজা!

0
2

আফগানিস্তানে ক্রমশ দৌরাত্ম বাড়াচ্ছে তালিবানরা। একের পর এক প্রদেশ দখল করছে তারা। এবার পাকিস্তান এবং আফগানিস্তানএর সীমান্তে অবস্থিত স্পিন বলডাক সেনাঘাঁটিরও দখল নিয়ে নিল তালিবানরা। যদিও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি আফগান সরকার।

বুধবার তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, স্পিন বলডাক সেনাঘাঁটি তাদের কবলে। ঘুরে বেড়াচ্ছে জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারা। এমনকী নিকটবর্তী পাক শহর চমন থেকেও তাদের উপস্থিতি, গোষ্ঠীর নির্দিষ্ট সাদা পতাকা, এমনকী তাদের গাড়ির আনাগোনা চোখে পড়েছে। অথচ, এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে আফগান সরকার।

তবে সরকার অস্বীকার করলেও, সাম্প্রতিক সময়ে একের পর এক আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সেনাঘাঁটি দখল করতে শুরু করেছে তালিবানরা। ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান সীমান্তের সেনাঘাঁটিগুলো ইতিমধ্যেই জঙ্গি গোষ্ঠীর কবজায়। এবার পাক সীমান্তে থাবা মারল তালিবানরা।

স্পিন বলডাক সেনাঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আফগানিস্তানে কোনও বন্দর নেই। এদিকে ওই সেনাঘাঁটির কাছাকাছি রয়েছে করাচি বন্দর। তাই আমদানি রফতানির জন্য করাচি বন্দরের ওপর অনেকটা ভরসা করতে হয় আফগানদের। কিন্তু সীমান্তের সেনাঘাঁটি তালিবানদের হাতে চলে যাওয়া মানে আমদানি-রফতানি প্রবলভাবে ব্যাহত হবে। সমস্যায় পড়বে সাধারণ আফগান জনতা।

আরও পড়ুন- ভারত নয়, এবার কোভিড সংক্রমণের ভরকেন্দ্র হল ইন্দোনেশিয়া