দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ( 2nd world test championship )শুরু হওয়ার আগে পয়েন্ট ব্যবস্থায় ব্যাপক বদল আনল আইসিসি( icc)। এ বার থেকে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও দল জিতলেই পাবে ১২ পয়েন্ট। এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে।
ইংল্যান্ডের মাটিতেই এ বার শুরু হচ্ছে দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগস্টে শুরুতেই হবে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ। গত বার পয়েন্টের বণ্টন নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার হ্যেড কোচ রবি শাস্ত্রীও। এবার সেই নিয়মেরই বদল আনছে আইসিসি।
এদিন আইসিসি এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, “পয়েন্ট সিস্টেম নিয়ে কিছু প্রশ্ন ছিলই। দুই কিংবা পাঁচ টেস্টের সিরিজ জিতলে ১২০ পয়েন্ট পাওয়া যেত। সেটা এ বার পাল্টে গেল। ম্যাচ জিতলে মিলবে ১২ পয়েন্ট। টিমের স্থান নির্ভর করবে প্রাপ্ত পয়েন্টের উপর। গত বছর করোনা পরিস্থিতির জন্য পয়েন্ট বন্টনে বদল আনা হয়েছিল। তবে এ বার দ্বিতীয় সংস্করণ শুরু হওয়ার আগে সব টেস্ট খেলিয়ে দেশের সঙ্গে কথা বলে নতুন পয়েন্ট ব্যবস্থায় বদল আনা হল।”
একইসঙ্গে সিরিজের পয়েন্ট বণ্টনেও বদল আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাঁচ টেস্টের সিরিজে মোট পয়েন্ট ৬০। প্রতি ম্যাচে জিতলে ১২ পয়েন্ট পাবে জয়ী দল। চার টেস্টের সিরিজের জন্য ৪৮ পয়েন্ট ধার্য করা হয়েছে। তিন সিরিজের মোট পয়েন্ট ৩৬। দু’টি টেস্টের সিরিজ হলে একটি টেস্ট জিতলেই ১২ পয়েন্ট পাবে জয়ী দল। সিরিজের মোট পয়েন্ট ২৪।
আরও পড়ুন:শ্রীলঙ্কা ম্যাচের আগে হালকা মেজাজে ধাওয়ান, চ্যাহালরা, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের













































































































































