এবার নিজের ঘরেই রক্তাক্ত হলো পাকিস্তান। তালিবান(taliban) জঙ্গিদের(terrorist) হামলায় পাকিস্তানে(Pakistan) নিহত হয়েছেন ১৫ জন সেনা জওয়ান(Army)। মৃতদের তালিকায় রয়েছেন একাধিক কমান্ডারও। জানা গিয়েছে, ভয়াবহ এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কুরামে।
সংবাদমাধ্যম সূত্রের খবর ক্যাপ্টেন আব্দুল বাসিত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কুরামে তালিবানের বিরুদ্ধে অভিযানে নামেন। অনুমান করা হচ্ছে, সেনা অভিযানের কথা আগাম টের পেয়ে অতর্কিতে বাহিনীর ওপর হামলা চালায় তালিবানরা। এই হামলাতেই মৃত্যু হয় ১৫ জন পাক সেনার। সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, অন্তত ৬৩ জন পাকসেনা জওয়ানকে বন্দী করেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠী। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে ওই জঙ্গি সংগঠন। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে জঙ্গি হামলায় মৃত বা বন্দীর কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি।
আরও পড়ুন:ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল উইম্বলডনে, তদন্তে আন্তর্জাতিক টেনিস সংস্থা
উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে বেশিরভাগ জঙ্গি হামলার পিছনে হাত রয়েছে তালিবান গোষ্ঠীর। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কোয়েটারের সেরেনা হোটেলের কাছে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ ঘটায় এই তালিবান। উদ্দেশ্য ছিল ওই হোটেলে আশ্রয় নেওয়া চিনা কূটনীতিকদের হত্যা। যদিও হামলার সময় হোটেলে উপস্থিত ছিলেন না চিনা কূটনীতিকরা। ওই হামলায় প্রাণ যায় বেশ কয়েকজন সাধারণ মানুষের।