ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৯৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স

0
2

?সেনসেক্স ৫২,৭৬৯.৭৩ (⬆️ ০.৭৬%)

?নিফটি ১৫,৮১২.৩৫ (⬆️ ০.৭৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার এক ধাক্কায় ৩৯৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১১৯ পয়েন্ট।

আরও পড়ুন:জ্বালানির পরলৌকিক কর্ম! GPO থেকে খোদ প্রধানমন্ত্রীর দফতরে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৩৯৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৯৭.০৪ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৭৬৯.৭৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১১৯.৭৫ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮১২.৩৫।