ঘরের মাঠে ইউরো ফাইনালে এগিয়ে থেকে ট্রফি জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। অন্যদিকে প্রায় পাঁচ দশক পর ইউরোপ সেরার শিরোপা উঠলো ইতালিয়ানদের মুকুটে। আর ঘরে এসে মুখের গ্রাস কেড়ে নেওয়া একেবারেই মেনে নিতে পারলেন না ইংরেজ সমর্থকরা। তাই ফাইনালে ইতালির কাছে পরাজয়ের পর চরম বিশৃঙ্খলা তৈরি হল ওয়েম্বলি স্টেডিয়ামের বাইরে। যেখানে ইংরেজদের আক্রোশের শিকার হয়েছেন ইতালিয়ান সমর্থকরা।
ইউরো কাপের ফাইনালের পর এমন একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, এক ইংরেজ সমর্থকের ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছেন এক ইতালীয়। আবার একজনকে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন কয়েকজন। একজন ইংরেজ আবার বিয়ারের গ্লাসও ছুড়ে মারছেন প্রতিপক্ষ সমর্থকের দিকে।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও-তে দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড টপকে ইংরেজ সমর্থকরা স্টেডিয়ামের দিকে আসার চেষ্টা করছেন। তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সমর্থকদের।
এই ঘটনার পর দাবি, ইতালীয়দের দাবি, ইংরেজ সমর্থকেরা কেবল শারীরিক আঘাতই করেনই, ইতালির জাতীয় পতাকাকেও অপমান করা হয়েছে। প্রচুর জাতিগত নির্যাতনও সহ্য করতে হয়েছে তাঁদের।











































































































































