সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, লালবাজারে অভিযোগ

0
2

সোশ্যাল মিডিয়ায় (social media) এক অভিনেত্রীকে লাগাতার ধর্ষণের হুমকি (threatening for rape)। বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে দাবি এই অভিনেত্রীর। শেষ পর্যন্ত লালবাজারের দ্বারস্থ হলেন অভিনেত্রী প্রত্যুষা পাল। ই মেইল করে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তিনি লালবাজারে (Lal bazar) অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

 

অভিনেত্রী প্রত্যুষা পালের অভিযোগ, ‘ তাঁর ছবি সুপারইম্পোজ করে পর্ণ সাইটে আপলোড করে পরিচিতদের কাছে সেই ছবি ফরওয়ার্ড করে তাঁর সম্মানহানির চেষ্টা করা হয়েছে’। প্রত্যুষা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত

লালবাজারে ই-মেল করে অভিযোগ জানান প্রত্যুষা । ২০২০ সালের জুন মাসে প্রত্যুষা অভিযোগ দায়ের করেছিলেন। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।এরমধ্যে তিনি ফের লালবাজারে গিয়েছিলেন। তাঁকে আবার আগামিকাল আসতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যুষা।