কোপা আমেরিকার ( copa America )তৃতীয় স্থান দখলের লড়াইয়ে দুরন্ত জয় পেল কলম্বিয়া( Colombia)। শনিবার ভোরে তারা হারাল পেরুকে( peru)। ম্যাচের ফলাফল ৩-২। কলম্বিয়ার হয়ে জোড়া গোল ডিয়াজের।
আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে কোপা আমেরিকার তৃতীয় স্থান দখলের লড়াই। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল করে পেরুকে এগিয়ে দেন ইয়োতিন। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে পেরু। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কলম্বিয়া। ম্যাচের ৪৯ মিনিটে গোল করে কলম্বিয়ার হয়ে সমতা ফেরান কুয়াদ্রাদো। এরপর ম্যাচে ৬৬ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান বাড়ান ডিয়াজ। পাল্টা আক্রমণ চালায় পেরু। যার ফলে ম্যাচের ৮২ মিনিটে গোল করে পেরুর হয়ে সমতা ফেরান লাপাদুলা। তবে কলম্বিয়া যেন এদিন ম্যাচে হার না মানা মনোভাব নিয়ে মাঠে নেমেছিল। যার ফলে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই চালায় তারা। আর তারই ফলে ম্যাচের ইনজুরি টাইমে গোল করে কলম্বিয়াকে জয় এনে দেন ডিয়াজ।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস













































































































































