ফের শহরে রবিনসন স্ট্রিট কাণ্ডের (Robinson Street Case) ছায়া। এবার ঘটনাস্থল বাগবাজার (Bagbazar)। এক বৃদ্ধের পচাগলা দেহ বেশ কিছুদিন ধরে আগলে বসেছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। জানা গিয়েছে মৃতের নাম দ্বিগ্বিজয় বসু।
প্রতিবেশীরা জানাচ্ছেন, মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাগবাজারের এই বাড়িতেই থাকতেন বছর সত্তরের দ্বিগ্বিজয়বাবু। গত কয়েকদিন তাঁকে দেখতে পাননি প্রতিবেশীরা। গতকাল, মঙ্গলবার রাতে দুর্গন্ধ পেয়ে পুলিসে খবর দেন তাঁরা। শ্যামপুকুর থানার পুলিশ (Shyampukur PS) এসে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। অসুস্থতাজনিত কারণেই কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের মৃতের স্ত্রী ও মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।











































































































































