ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবদানের কথা মাথায় রেখে ‘সাত’ নম্বর জার্সি তুলে রাখা উচিত। এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম( saba karim)। শুক্রবার এক সংবাদমাধ্যমকে সাবা করিম বলেন, শুধু ধোনি নন, ভারতের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানাতে তাদের জার্সি তুলে রাখা উচিত বিসিসিআইয়ের( bcci)।
এক সাক্ষাৎকারে সাবা করিম বলেন, “ধোনির জার্সি অবশ্যই তুলে রাখা উচিত। তবে শুধু ধোনির জার্সি নয়, আরও বেশ কয়েকজন ভারতীয় কিংবদন্তিদের জার্সিও তুলে রাখা উচিত। ওই নম্বরের জার্সি যাতে আর কোন ক্রিকেটার না পরতে পারেন, সেই নিয়ম করে দেওয়া উচিত বিসিসিআইয়ের। ভারতীয় ক্রিকেটে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান করা উচিত।”
এর আগে সচিন তেন্ডুলকরের জার্সি শার্দুল ঠাকুরের হাতে তুলে দেওয়ায় সমলোচনার মুখে পড়ে বিসিসিআই। সচিন তেন্ডুলকরের অনুগামীদের ক্ষোভের মুখে পড়েন শার্দুল। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নেয়, ১০ নম্বর জার্সির স্মৃতি আজীবন শচীনের নামের সঙ্গেই জুড়ে রাখা হবে।
আরও পড়ুন:রেকর্ড গড়লেন স্টোকস, পিছনে ফেলে দিলেন ধোনিকে













































































































































