ফের প্রতারণা রাজ্যে। ভুয়ো আইএএস ও সিবিআই আধিকারিকের পর এবার ভুয়ো ডিএসপি। হোম গার্ডে চাকরি দেওয়ার নামে ভুয়ো ডি এস পি-র পরিচয়ে বিপুল পরিমাণ আর্থিক প্রতারণা করার অভিযোগ এসেছে। এই ঘটনায় ধৃত ৪। ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।
হোমগার্ডের চাকরি দেওয়ার নাম করে ৫ জনের থেকে ৩৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে বৌবাজার থানায়। এই ঘটনায় যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা হল, মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ রাণা (২৪), মালদহের রবি মুর্মু (৪০), উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা শুভ্র নাগ রায় (৪৪), পশ্চিম মেদিনীপুরের পিংলার পরিতোষ বর্মণ (৫০)।
আজ, বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে এই চারজনকেই।
পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা বছর ২০-র সমরেশ মাহাতোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, নাম ভাঁড়িয়ে ডিএসপি পরিচয় দিয়ে রাজ্য পুলিসের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এমনকী বিশ্বাস অর্জন করতে খাকি টুপি ও বেল্ট এবং জাল নিয়োগপত্র দেওয়া হয় বলেও অভিযোগ। বেশ কিছুদিন ধরেই তারা মেদিনীপুর ও কলকাতার একটি হোটেল থেকে প্রতারণার এই কাজকর্ম করছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এদের মধ্যে মাসুদ রাণা নিজেকে ডিএসপি বলে পরিচয় দিত।
এরই পাশাপাশি, রবি মুর্মু কলকাতা পুলিশের প্রাক্তন কনস্টেবল বলে জানা গিয়েছে । এরা মেদিনীপুর ও কলকাতার চাঁদনি চকের কাছে একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে, আগেও নানান অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।






































































































































