ফের দাম বাড়লো সোনার। ২৪ ক্যারট খাঁটি সোনা থেকে ২২ ক্যারট হলমার্কযুক্ত-সবরকম সোনার দাম বেড়েছে মঙ্গলবার। এই নিয়ে টানা দু’দিন দাম বাড়ল সোনার। তবে গতকাল রুপোর দাম বাড়লেও আজ বাড়েনি।
মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ৪৮৬০টাকা। ২০ গ্রামে দাম ৪৮,৬০০ টাকা। গতকাল ২৪ ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ছিল ৪,৮২০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ছিল ৪৮,২০০ টাকা। অর্থাৎ কালকের তুলনায় আজ ১০ গ্রামে দাম বেড়েছে ৪০০ টাকা।। অন্যদিকে গ্রাম প্রতি ২২ ক্যারট সোনার দাম ৪৬১০ টাকা। সোমবার ২২ ক্যারট সোনার গ্রাম প্রতি দাম ছিল ৪,৫৭৫ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় ২২ ক্যারট সোনার দাম ১০ গ্রামে বৃদ্ধি পেয়েছে ৩৫০ টাকা। আজ ২২ ক্যারট সোনার দাম ৪৬, ১০০ টাকা। মঙ্গলবার, কলকাতায় হলমার্কযুক্ত ২২ ক্যারট সোনা বিক্রি হচ্ছে ৪৬,৮০০ টাকায়।
আরও পড়ুন-তুষার মেহতার দিল্লির বাড়ির সামনে দাঁড়িয়ে শুভেন্দুদের ‘গল্প’ ফাঁস করে দিলেন কুণাল
শনিবারের তুলনায় রুপোর দর বেড়েছিল সোমবার। মঙ্গলবার, সেই দাম অপরিবর্তিত রয়েছে৷ আজ, প্রতি কেজি রুপো পাওয়া যাচ্ছে ৭০,৫৫০ টাকায়।










































































































































