এবার সম্ভবত তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর, ‘এক ব্যক্তি এক পদ’ নীতি অনুসারে একটি পদ ছাড়তে হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷
এখন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ। পাশাপাশি তিনি খাদ্য, গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পদেও রয়েছেন। সূত্রের খবর, এই দুটি পদের যে কোনও একটি ছাড়তে হবে সুদীপকে। সেই জায়গায় আসতে পারেন প্রবীণ সাংসদ সৌগত রায়।একইসঙ্গে শোনা যাচ্ছে, লোকসভা এবং রাজ্যসভায় দলের নেতা, উপনেতা এবং মুখ্য সচেতক পদেও পরিবর্তন আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের এই পরিবর্তন ঘোষণা করতে পারে।






































































































































