ভারতে মুসলিমদের জায়গা নেই একথা যে বলে সে হিন্দুই নয়। হিন্দু মুসলিম ঐক্যই মূল কথা। গণতন্ত্রে হিন্দু বা মুসলিম কেউ বড় বা কেউ ছোট নয়। যেকোনও ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে বললেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (mohan bhagbat)। এর পাশাপাশি তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, গো-রক্ষার দোহাই দিয়ে যারা গণরোষ তৈরি করে বিশেষ কাউকে আক্রমণ করছেন, তারাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান সকলেই একই উৎস থেকে এসেছেন।
মোহন ভাগবত এদিনের এই সভামঞ্চে মনে করিয়ে দিয়েছেন, ভোটের জন্য তিনি এ সব কথা বলছেন, এমন নয়। তাঁর কথায়, গরু একটি পবিত্র প্রাণী। কিন্তু গো-রক্ষার কারণে যারা গণরোষ তৈরি করে অন্যকে আক্রমণ করছে, তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছে। আইন আইনের পথেই চলবে। মুসলিমদের উদ্দেশে তাঁর মন্তব্য, মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই বক্তব্য প্রচার করে বিদ্বেষের যে ফাঁদ তৈরি করা হচ্ছে, তাতে ভারতীয় মুসলিমরা যেন পা না দেন।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা দেখতে ফের রাজ্যে NHRC-এর দল, এবার মালদহ-মুর্শিদাবাদে