অভিনেত্রী কঙ্গনা রাওয়াতকে চাপে ফেলে এবার তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার(Javed Akhtar)। শনিবার বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে আদালতের কাছে জাভেদ আখতারের আবেদন, কঙ্গনা রানাওয়াতের(Kangana Ranaut) পাসপোর্ট যেন পুনর্নবীকরণ(renew) না করা হয়।
জানা গিয়েছে, বর্তমানে পাসপোর্ট সমস্যার জেরে বিপাকে পড়েছেন কঙ্গনা রানাওয়াত। শুটিংয়ের কাজে তারা অবিলম্বে বিদেশ যাওয়া প্রয়োজন কিন্তু পাসপোর্ট পুনর্নবীকরণ প্রক্রিয়া আটকে থাকায় দেশের বাইরে যেতে পারছেন না তিনি। এই সমস্যার জেরে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি আবেদন জানান, আদালত যেন দ্রুত পাসপোর্ট অথোরিটিকে নির্দেশ দেয় তাঁর পাসপোর্টের পুনর্নবীকরণ করে দেওয়া জন্য। একইসঙ্গে তিনি বলেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার অসিলায় পাসপোর্ট রিনিউ করার এই প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন:বেটি বাঁচান! মোদিকে চিঠি লিখে যোগীরাজ্যে ‘আত্মঘাতী’ গৃহবধূ
তবে কঙ্গনা রানাওয়াত আদালতের দ্বারস্থ হলেও পাল্টা পিটিশন দায়ের করেছেন জাভেদ আখতার। যেখানে তিনি বলেছেন, অভিনেত্রী দ্রুত নিজের পাসপোর্টের পুনর্নবীকরণ চেয়ে আদলতকে এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরোপুরি সত্য নয়। আদালতকে কঙ্গনা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেই দাবি করেছেন জাভেদ। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ২০২০ সালের নভেম্বর মাসে একটি টেলিভিশনের সাক্ষাত্কার চলাকালীন আপত্তিকর কিছু মন্তব্য করেন কঙ্গনা। যার প্রতিবাদে কঙ্গনার বিরুদ্ধে মানহানীর একটি ফৌজদারি মামলা দায়ের করেন জাভেদ। সেই মামলার তদন্ত বা শুনানি এখনও শুরু হয়নি। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিনেত্রী বিদেশযাত্রা আটকানোর আবেদন জানান তিনি। এদিকে কঙ্গনার পাসপোর্ট পুনর্নবীকরণ আদালতে অন্য দিকে মোড় নেওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে চলেছেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।















































































































































