কেন্দ্রের(Central) সঙ্গে লাগাতার সংঘাতের পর মানচিত্র(Map) বিতর্কে সমস্যার মুখে পড়েছিল মাইক্রোব্লগিং সংস্থা টুইটার(Twitter)। এরই মাঝে হিন্দু দেবী কালীর বিকৃত কার্টুন পোস্টে অনুমোদন দেওয়ায় ফের একবার সমস্যায় পড়তে হলো টুইটারকে। এ ঘটনায় ইতিমধ্যেই এফআইআর(FIR) দায়ের হয়েছে টুইটারের বিরুদ্ধে। অভিযোগের আঙুল উঠেছে ভারতে টুইটার প্রধান মনীষ মাহেশ্বরীর বিরুদ্ধে। হিন্দু দেবদেবীকে অপমান করার জেরে দেশে ধর্মীয় হিংসা ছড়াতে পারে এমন অভিযোগ এনে টুইটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আদিত্য সিং দেশওয়াল নামে জনৈক এক ব্যক্তি।
আদিত্য সিং দেশওয়ালের অভিযোগ, হিন্দু দেবী কালীর আপত্তিকর কার্টুন বারংবার টুইটারে পোস্ট হয়েছে। যার মাধ্যমে ইচ্ছে করে হিংসা, বিপদ, অপরাধ, অপমান ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি তার আরও অভিযোগ, একাধিকবার এই কার্টুন পোস্ট হলেও তা মুছে ফেলার পরিবর্তে অনুমোদন দেওয়া হয়েছে টুইটারে তরফে। আদিত্য নামের জনৈক ব্যক্তির এফআইআরের জেরে ফের একবার বিপাকে পড়ল জ্যাক ডোরেসের সংস্থা। উল্লেখ্য, কেন্দ্রের নয়া ডিজিটাল আইন আসার পর থেকেই কেন্দ্রের সঙ্গে টুইটারের সংঘাত চরম আকার ধারণ করে। শুরুতে এই আইন মানতে চায়নি ওই মাইক্রোব্লগিং সংস্থা। এরপর কেন্দ্র টুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নেয়।
এই ঘটনার পর দেশের নানা প্রান্তে একাধিক ইস্যুতে এফআইআর দায়ের হয় টুইটারের বিরুদ্ধে। প্রথমে গাজিয়াবাদে মুসলিম বৃদ্ধকে নিগ্রহের ঘটনায় হিংসাকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ থেকে এফআইআর দায়ের হয়। পাশাপাশি মানচিত্র বিতর্কে বজরং দলের এক নেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। যদিও সম্প্রতি কেন্দ্রের নয়া ডিজিটাল আইন মানতে রাজি হয়েছে ওই সংস্থা তবে দেশজুড়ে যেভাবে একের পর এক এফআইআর দায়ের হচ্ছে টুইটারের বিরুদ্ধে তাতে আগামী দিনে এই সংস্থা বড় বিপাকে পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।














































































































































