জোড়া মৃত্যু! পথ দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুতে আত্মহত্যা প্রেমিকার

0
3

জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মালদহের বামনগোলা থানা এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যা করে প্রেমিকা। জানা গেছে, মৃত প্রেমিকের নাম সঞ্জয় সেন(‌২৭)‌ ও প্রেমিকার নাম স্নেহা হালদার(‌১৬)‌। তাঁদের বাড়ি বামনগোলা থানার সালালপুর এলাকায়। সঞ্জয় ব্লক অফিসে ডানা এন্ট্রি অপারেটেরের কাজ করতেন। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলের দিকে নালাগোলা মোড় থেকে বাইকে বাড়ির দিকে ফিরছিলেন। আসার পথে দত্ত পাড়ার কাছে একটি মোষকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হলে মালদহ মেডিক্যালে আনা হয়। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। সেখান থেকে দেহ নিয়ে আসা হয় মালদা মেডিক্যালের মর্গে। অন্যদিকে সঞ্জয়ের মৃত্যুর খরব পেয়ে শুক্রবার রাতের দিকে স্নেহা আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁর ঝুলন্তদেহ দেখতে পান পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। স্নেহার বাড়িও সালালপুর এলাকায়। সে দশম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার একসঙ্গে মালদহ মেডিক্যালের মর্গে ময়নাতদন্ত করা হয়। ইংলিশবাজার থানার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন সঞ্জয় সেন। শুক্রবার দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, বামনগোলা থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে স্নেহা হালদারের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন- রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের