দেবাঞ্জন ইস্যুতে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট দিলীপ

0
3

ভুয়ো ভ্যাকসিন(fake vaccine) কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে(Devanjhan Dev) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় দোষীদের কোনওভাবেই রেহাত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি’ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে দেবাঞ্জন কাণ্ডে বিজেপির দাবি সিবিআই তদন্ত। ফলস্বরূপ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভ্যাকসিন কাণ্ডে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। দাবি করলেন, যে সমস্ত প্রভাবশালীদের সঙ্গে দেবাঞ্জনের ছবি রয়েছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, “দেবাঞ্জন কাণ্ডে যখন প্রত্যেকদিন কেউ না-‌কেউ গ্রেফতার হচ্ছে, তখন যেসব প্রভাবশালীদের সঙ্গে দেবাঞ্জনের ছবি রয়েছে, তাঁদেরকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করছে না পুলিশ?‌” পাশাপাশি তিনি আরো বলেন, “একসঙ্গে ছবি তুলেছেন। অনুষ্ঠান করেছেন। সবাই সব কিছু জানেন, জেনেশুনে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে কেন?” উল্লেখ্য দেবাঞ্জনের সঙ্গে শাসক দলের নেতাদের ছবিকে হাতিয়ার করে গোটা ঘটনায় শুরু থেকেই রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি শিবির। যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছে, “যদি সেটাই কারণ হয়, তাহলে তো নরেন্দ্র মোদির সঙ্গেও নীরব মোদির ছবি আছে। এটা বলা তো কখনই উচিত নয় যে নরেন্দ্র মোদী টাকা গুনতে গুনতে বিদেশে গিয়েছিলেন। ফলে এই ধরনের অভিযোগ তোলা বিজেপির সাজে না।”

আরও পড়ুন:RSS ঘনিষ্ঠ পুষ্কর সিং ধামিকে উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি

উল্লেখ্য, দেবাঞ্জন ইস্যুতে এর আগেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলার তথ্য প্রযুক্তি সেলের সহ সভাপতি ছিলেন দেবাঞ্জন। যদিও দিলীপ ঘোষের এই অভিযোগ মনগড়া গল্প বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।