নয়া নিয়ম মেনে মাত্র ১ মাসে ৩ কোটি পোস্ট মুছল ফেসবুক

0
2

নয়া তথ্যপ্রযুক্তি আইন(IT law) মেনে মাত্র এক মাসের মধ্যেই তিন কোটি পোস্ট মুছে ফেলল ফেসবুক(Facebook) ইন্ডিয়া। নয়া ডিজিটাল নিয়ম চালু হওয়ার প্রথম মাসের রিপোর্টে এমন তথ্য প্রকাশ্যে আনা হয়েছে ফেসবুকের তরফে। শুধু ফেসবুক নয়, প্রায় ২০ লক্ষ ইনস্টাগ্রাম পোস্টও সরানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে প্রতিমাসে রিপোর্ট প্রকাশ করার জন্য। সেই রিপোর্টে সংস্থাকে জানাতে হবে কত অভিযোগ জমা পড়েছে এবং অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। নয়া আইন মেনে এদিন ফেসবুকে তরফে পেশ করা হয় রিপোর্ট যেখানে বলা হয়েছে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত তিন কোটি ফেসবুক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেসবুকে তরফে জানানো হয়েছে ৩০ থেকে ৪৫ দিনের ব্যবধানে এই রিপোর্ট পেশ করবে ফেসবুক কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের প্রকাশিত রিপোর্টে থাকবে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত তথ্যও।

আরও পড়ুন:ভুয়ো আইএএস দেবাঞ্জনের যাতায়াত ছিল শিলিগুড়ি-দার্জিলিঙেও

ফেসবুকের তরফে এদিন যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, আড়াই কোটি স্প্যাম, ২৫ লক্ষ হিংসাত্মক গ্রাফিক্স, ১৮ লক্ষ যৌনতা সংক্রান্ত পোস্ট ও ৩ লক্ষ ১১ হাজার ঘৃণামূলক মন্তব্য সরিয়ে ফেলেছে তারা। এ ছাড়াও হেনস্তা, আত্মহত্যা, জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত পোস্ট মুছে ফেলেছে ফেসবুক।