বার্ষিক সাধারণ সভা(AGM)স্থগিত ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। ৪ জুলাই হওয়ার কথা ছিল সাদা-কালো শিবিরে বার্ষিক সাধারণ সভা। কিন্তু করোনার অতিমারির কথা মাথায় রেখে আপাতত বার্ষিক সাধারণ সভা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহামেডান কর্তারা।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ জুলাই নির্বাচন ও ৪ জুলাই বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের বিধিনিষেধে যেহেতু বেশি মানুষের সমাগমে আপত্তি রয়েছে,তাই এই দুই কার্যকলাপ অন্য সময়ে হবে বলে জানিয়েছে মহামেডান। পরবর্তী বার্ষিক সাধারণ সভার তারিখ ক্লাবের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন:আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস











































































































































