একদিকে রান্নার গ্যাস, অন্যদিকে পেট্রোল-ডিজেল। পাল্লা দিয়ে বাড়ছে তেলের দর। বেলাগাম দাম বৃদ্ধিতে আজ , শুক্রবার ফের পেট্রোলের দাম ৪০ পয়সা বেড়েছে। কলকাতায় আজ পেট্রোলের দর প্রতি লিটারে ৯৯ পেরিয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছল। যদিও এদিন ডিজেলের দর একই রয়েছে। অর্থ্যাৎ লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯.০৪। অন্যদিকে ডিজেলের অপরিবর্তিত দাম রয়েছে প্রতি লিটারে ৯২.০৩ টাকা। গত দেড় মাসে লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের৷ জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আমজনতার।
এদিন কলকাতা ছাড়াও দেশের একাধিক শহরে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম৷ দিল্লিতে পেট্রোলের দাম ৩৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা হয়ে গিয়েছে৷ পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর-সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ দেশের অনান্য শহরেও বেড়েছে পেট্রোলের দাম। মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম বেড়ে ১০৫.২৪ টাকা হয়েছে। ডিজেলের দাম রয়েছে, ৯৬.৭২ টাকা। চেন্নাইতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ১০০.১৩ টাকা ও ৯৩.৭২ টাকা হয়েছে। এছাড়াও পেট্রোলের দাম বেড়েছে জয়পুর, লখনউ, ভোপাল ও পাটনাতেও। সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে চলেছে৷ এর জেরে আগামী দিনে দেশের বাজারে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷
অতিমারী আবহে জুলাই মাসের প্রথম দিনই সাড়ে ২৫ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তর হেঁশেলে টান পড়েছে। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে ৮৬১ টাকা হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও এদিন বেড়ে হয়েছে ১৬২৯ টাকা। পাশাপাশি দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। করোনা সঙ্কটের মধ্যেই জ্বালানির বেলাগাম দর বৃদ্ধি নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলের নেতারা। জ্বালানির দাম নিয়ে এ দিন ফের সরাসরি মোদি সরকারকে কাঠগোড়ায় তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী, পি চিদম্বরম, সুপ্রিয়া শ্রীনাতে। প্রশ্ন উঠেছে গরীবদের জন্য ‘উজ্জ্বলা যোজনা’-র আওতাভুক্ত গরীব গ্রাহকরা এত দামে সিলিন্ডার কিনবেন কী করে? বিরোধীদের অভিযগ মোদি সরকার কোনও সমালোচনাকেই আমল দিতে নারাজ।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা যখন বিপন্ন, তখন এই লাগাতার দামবৃদ্ধির ফলে নাগরিকদের ওপর আর্থিক বোঝা পাহাড়প্রমাণ হয়ে উঠছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.