তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নদিয়া জেলাজুড়ে চলছে ‘দিদির বাজার’

0
4

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর(Abhishek Banerjee) অনুপ্রেরণায় ও নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ (রানাঘাট সাংগঠনিক) এর আয়োজনে জেলা জুড়ে শুরু হলো নতুন কর্মসূচি। লকডাউনের(lockdown) মধ্যে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ‘একশত আহার’ কর্মসূচির পর এবার ধারাবাহিকভাবে প্রতিটি ব্লকে আয়োজিত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলির এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “দিদির বাজার(didir bajar)।”

আরও পড়ুন:শনিবার থেকে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল সর্তকতা জারি

তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এই কর্মসূচি প্রসঙ্গে নদিয়া (রানাঘাট সাংগঠনিক) জেলা তৃণমূল ছাত্র সভাপতি রাকেশ পাড়ুই জানান, ইতিমধ্যেই কল্যাণী, গয়েশপুর, বীরনগর, শান্তিপুর, হরিনঘাটা-সহ জেলার বিভিন্ন ব্লকে সফলভাবে ‘দিদির বাজার’ কর্মসূচি আয়োজিত হয়ে চলেছে। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক তথা নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর সুপ্রিয় চন্দ জানান, “সীমিত সামর্থ্যে অথচ ধারাবাহিক ভাবে, দেশনেত্রীর আদর্শে TMCP যে ভাবে কাজ করে চলেছে, তা আগামীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।”