ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) গ্রেফতার হওয়ার পর থেকেই গোয়েন্দাদের হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রতারণা ও জালিয়াতি কাণ্ডে দেবাঞ্জনের নেটওয়ার্ক ছিল সুদূর প্রসারিত। এবং ভুয়ো IAS-কে জেরা করে তার সাগরেদদেরও খুঁজে বার করছে লালবাজার গোয়েন্দা শাখার পুলিশ (Lalbazar DD)।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আরও এক দেবাঞ্জন ঘনিষ্ঠকে আটক করেছে পুলিশ। গতকাল, বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে অশোক কুমার রায় নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আজ,বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। অভিযোগ, এই অশোক কুমার রায় দেবাঞ্জনকে তার অফিস ভাড়ায় দিয়েছিলেন। এমনকী কসবার ওই ভুয়ো ক্যাম্পে ৫০ জনের মত তার পরিবার-পরিজনকে টিকা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন অশোক বলেই জানা গিয়েছে। দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালিয়ে কিছু সংবাদপত্রের ক্লিপিংস উদ্ধার করেছে পুলিশ।

































































































































