রাজ্যের বহু মানুষ ক্যানসারের চিকিৎসা ভিন রাজ্যে পাড়ি দেন। অনেকেই যান মুম্বই, চেন্নাই বাবেঙ্গালুরুর। কিন্তু অনেকের পক্ষেই সেই ধরনের চিকিৎসা করানো সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে বড়সড় পদক্ষেপ করল রাজ্য। বাংলা আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। টাটা মেমোরিয়ালের (Tata Memorial) সঙ্গে যৌথ উদ্যোগে এসএসকেএম (Sskm) এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুটি ক্যানসার হাসপাতাল তৈরি হবে।
মমতা বলেন, “রাজ্যের ২৫ শতাংশ ক্যানসার রোগী মুম্বইয়ে (Mumbai) টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে যান। কিন্তু অনেকক্ষেত্রেই সেখানে গিয়ে তাঁদের থাকা-খাওয়ার অসুবিধায় পড়তে হয়। চিকিৎসককে দেখানোর তারিখ পান না”। আর সেকারণেই টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকার। মুম্বইয়ে টাটার ক্যানসার হাসপাতালের ধাঁচে, রাজ্যে আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথ উদ্যোগে হাসপাতাল তৈরি করবে সরকার।
ক্যান্সারের চিকিৎসায় টাটা মেমোরিয়ালের সুনাম বহুদিনের। এ রাজ্যে টাটার একটি ক্যানসার হাসপাতাল আছে। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যে আরও দুটি উন্নতমানের ক্যানসার হাসপাতাল হচ্ছে। ফলে ক্যানসার চিকিৎসায় রাজ্যবাসীর বেশিরভাগ ক্ষেত্রেই ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন হবে না।








































































































































