প্রয়াত চিত্র পরিচালক ও প্রযোজক রাজ কৌশল (Raj Koushal)। তিনি অভিনেত্রী মন্দিরা বেদীর (Mandira Bedi) স্বামী। আজ, বুধবার ভোর ৪.৩০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ কৌশল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। রাজ কৌশলের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে (Bollywood).
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুর দিকে বেশ কিছু সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন রাজ। তাঁর ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, শাদি কা লাড্ডু (২০০৪), প্যায়ার মে কভি কভি (১৯৯৯)। পরিচালক হিসেবে তাঁর শেষ ছবি ছিল ২০০৬ সালে সঞ্জয় দত্ত ও আর্শাদ ওয়ারসি অভিনিত “অ্যান্টনি কৌন হ্যায়?”
আরও পড়ুন:অবশেষে সংসদীয় কমিটির বৈঠকে হাজিরা দিল গুগল ও ফেসবুক












































































































































