দীপক টাংরিকে সই করাল এটিকে মোহনবাগান

0
3

দীপক টাংরিকে( Deepak Tangri) সই করাল এটিকে মোহনবাগান( Atk mohunbagan)। দু’বছরের চুক্তিতে সই করানো হল তাকে। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় দীপক টাংরির সই করার কথা জানায় বাগান কর্তারা। গত মরশুমে চেন্নাইয়ন এফসির হয়ে দুরন্ত ফুটবল খেলেন দীপক।

 

মোহনবাগানের অনূর্ধ্ব-১৮ দলেও খেলেছেন দীপক। ভারতের হয়ে অনূর্ধ্ব-২০ দলেও ছিলেন তিনি। গত মরসুমে আইএসএলে ১৭ টি ম্যাচ খেলেছেন দীপক। মিডফিল্ডার হিসাবে পরিচিতি থাকলেও, চেন্নাইয়নের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন তিনি।

মোহনবাগান অ্যাকাডেমি থেকে বেরিয়ে ইন্ডিয়ান অ্যারোজে খেলেন এই দীপক। আর সেখানে থেকে চেন্নাইয়ন এফসিতে আসেন দীপক।

আরও পড়ুন:কাভানির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারাল উরুগুয়ে