তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) আবারও সোনা জয় ভারতের। স্টেজ থ্রি ইভেন্টে রবিবার সোনা জিতল ভারতীয় মহিলাদের রিকার্ভ দল। এর আগে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতেছেন অভিষেক বর্মার। শনিবার পুরুষদের কমপাউন্ড ইভেন্টের ফাইনালে জেতেন তিনি।
মহিলাদের রিকার্ভ দলে রয়েছেন দীপিকা কুমারি (Deepika Kumari), কমলিকা বারি (Komalika Bari) এবং অঙ্কিতা ভকত (Ankita Bhakat)। এদিন তারা ফাইনালে মেক্সিকোকে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন।
India 🇮🇳 takes gold in Paris! 🥇🏹👏 #ArcheryWorldCup pic.twitter.com/punkObEOAq
— World Archery (@worldarchery) June 27, 2021
বিশ্ব আর্চারির পক্ষ থেকে এদিন টুইটারে লেখা হয়, “প্যারিসে সোনা পেল ভারত।” তবে এই জয় পেলেও টোকিও অলিম্পিক্সে যাওয়া হচ্ছে না ভারতীয় মহিলা রিকার্ভ দলের। গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত হওয়া টোকিও গেমসের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্যর্থ হয় তারা।
আরও পড়ুন:প্রশ্ন পছন্দ না হওয়ায় সাংবাদিক সম্মেলন ছেড়ে বেড়িয়ে গেলেন বেল