তিরন্দাজি বিশ্বকাপে( archery Worldcup)সোনা জয় অভিষেক বর্মার( Abhishek Verma)। কমপাউন্ড বিভাগের ফাইনালে আমেরিকার ক্রিস স্কাফকে হারিয়ে সোনা জিতলেন ভারতের অভিষেক। এই নিয়ে দু’বার বিশ্বকাপে কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন অভিষেক। এর আগে ২০১৫ সালে সোনা জিতে ছিলেন তিনি।
প্যারিসে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনালে পাঁচ রাউন্ডের পর স্কোর দাঁড়ায় ১৪৮-১৪৮। এরপর শুট-অফে অভিষেক জেতেন ১০-৯ ফলে। প্রথম তিন রাউন্ডের শেষে ২ পয়েন্ট এগিয়ে ছিলেন অভিষেক। এই বিশ্বকাপে এটাই ভারতের প্রথম পদক।
আরও পড়ুন:স্পেনের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ক্রোয়েশিয়া শিবিরে, করোনায় আক্রান্ত ইভান পেরিসিচ











































































































































