বিজেপি সাংসদের অভিযোগের পাল্টা দিলেন নুসরত, প্রশ্ন উঠছে বিয়ে নাহলে বিয়ে বাতিলের মামলা কেন

0
4

নুসরত জাহানের ‘বিয়ে’ নিয়ে বিতর্ক অব্যাহত। বিজেপি সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্যের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন নুসরত। দাবি করেন, তাঁর ম্যারেজ অ্যানালমেন্ট অর্থাৎ বিয়ে বাতিল মামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকারকে সে কথা লিখিত আকারে জানিয়েছেন তিনি।

সাংসদ হওয়ার পর লোকসভায় শপথগ্রহণের সময় নিজের সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। জনপ্রতিনিধি হিসাবে তাঁর এই ভূমিকার বিরুদ্ধে প্রশ্ন তুলে নুসরতের সাংসদ পদ খারিজের দাবি তুললেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্য। জনপ্রতিনিধি হিসাবে নিজের সম্পর্কে অসত্য ভাষণের জন্য অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিজেপির মহিলা সাংসদ। তিনি বলেন, নুসরত যা করেছেন তা অনৈতিক ও বেআইনি। এই বিষয়ে সংসদের এথিকস কমিটির সিদ্ধান্ত নেওয়া উচিত।

আরও পড়ুন-আচার্যর অনুমোদন আসেনি, উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য

সঙ্ঘমিত্রা মৌর্যের অভিযোগের প্রতিক্রিয়া দিয়ে নুসরত জানিয়েছেন, বিয়ে বাতিলের মামলা শুরু হতেই তিনি লোকসভার স্পিকারকে চিঠি লিখিত জানিয়েছেন। প্রশ্ন উঠছে, বিয়ে যদি নাই হয়ে থাকে তাহলে বিয়ে বাতিলের মামলা কেন হবে।