করোনা পরিস্থিতি হোক বা ঘূর্ণিঝড় ইয়াস, বার বার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । এবার তৃতীয় লিঙ্গের মানুষ ও রূপান্তরকামীদের জন্য জন্য করোনা টিকার ব্যবস্থা করলেন মিমি। তাঁদের সঙ্গেই সঙ্গে করোনা (Corona Virus) টিকার প্রথম ডোজ নিলেন তিনি।
মঙ্গলবার তৃণমূলের সাংসদ-অভিনেত্রীর উদ্যোগে করোনা টিকা পেলেন যাদবপুর কেন্দ্রের তৃতীয় লিঙ্গের মানুষেরা। টিকা দেওয়া হয় রিকশা ও অটো চালকদেরও। আর এদিন ওঁদের সঙ্গেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন মিমি। প্রাইড মান্থ (Pride Month) অর্থাৎ লিঙ্গভেদহীন ভালবাসার মাস উপলক্ষে সাংসদ-অভিনেত্রীর এই বিশেষ উদ্যোগ তৃতীয় লিঙ্গ তথা রূপান্তরকামীদের জন্য। তবে কেবল তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাই নন, তাঁদের সঙ্গে এখান থেকে ভ্যাকসিন নিতে পারবেন যাঁরা বিশেষভাবে সক্ষম এবং সংশ্লিষ্ট কেন্দ্রের দুঃস্থ মানুষেরাও। এছাড়াও প্রবীণ নাগরিকরদের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা হবে বলে জানান মিমি।
আরও পড়ুন- বিধানসভায় ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

































































































































