অশান্তিতে ইন্ধন যোগাচ্ছে রাজ্যপালের মন্তব্য: অভিযোগে যাত্রাপথে কালো পতাকা

0
4

উত্তরবঙ্গ সফরে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। আর এরপরেই শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে বারেবার কালো পতাকা দেখলেন জগদীপ ধনকড়।

 

সোমবার বিকেলে প্রথমে শিমূলবাড়ির কাছে রোহিনীতে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন গোর্খা নেতা অনীত থাপার (Anit Thapar) সমর্থকেরা। এরপরে কার্শিয়ং রেল স্টেশনের সামনে তৃণমূলের (Tmc) পাহাড় শাখার কর্মীরা কালো পতাকা দেখান।

 

সন্ধের আগে দার্জিলিঙে পৌঁছলে, সেখানেও বিক্ষোভ ও কালো পতাকা দেখেন রাজ্যপাল। দার্জিলিঙে বিমল গুরুং-(Bimal Gurung) এর অনুগামীরাও কালো পতাকা নিয়ে হাজির ছিলেন। এদিন পুলিশ অবশ্য পরিস্থিতি আয়ত্ত্বে রেখেছিল। রাজ্যপাল রাজভবনে পৌঁছে অবশ্য কোনও বিবৃতি দেননি।

 

বারবার ভোট-পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ধনকড়। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্ত পরিস্থিতিকে অযথা উত্ত্যক্ত করছেন তিনি। অশান্তিতে ইন্ধন জোগাচ্ছে তাঁর মন্তব্য। এর প্রতিবাদেই তাঁকে কালো পতাকা ও ‘গো ব্যাক’ দেওয়া হয়।