আগামী ২ জুলাই শুরু হচ্ছে তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম বিধানসভা অধিবেশন। অধিবেশন চলবে ১৫ দিন। অধিবেশনকে বর্ষাকালীন অধিবেশনই বলা যায়। যদিও প্রাথমিকভাবে ঠিক ছিল অধিবেশন চলবে এক মাস। কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সময় কমিয়ে আনা হয়েছে।

ইতিমধ্যে পরিষদীয় কমিটি নিয়ে শাসক ও বিরোধী দলের তরজা অব্যাহত। সরকারপক্ষ বিজেপিকে ১০টি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিতে চাইলেও বিরোধী দল চায় ১৫টি। পিএসি চেয়ারম্যানও বিজেপিকে ছাড়া হচ্ছে বলে খবর। সমস্যা মেটাতে পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে প্রস্তাবিত কমিটির তালিকা দিতে বলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা দিতে না পারায়, সোমবারই সম্ভবত পার্থ চট্টোপাধ্যায় কমিটির তালিকা ঘোষণা করে দেবেন। বিজেপি সূত্র বলছে, শুভেন্দু অধিকারীর পক্ষে মরিয়া চেষ্টা চলছে সোমবার তালিকা জমা দেওয়ার।
আরও পড়ুন :এবার নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট করলেন নুসরত













































































































































