একুশের নির্বাচনে বড় জয়ের পর অবশেষে এবার ঢেলে সাজানো হচ্ছে তৃণমূল ভবন। কেমন হবে হেড কোয়ার্টারের নতুন লুক? খবর চারতলা হতে চলেছে তৃণমূল ভবন। পুরোপুরি কর্পোরেট লুকে সাজিয়ে তোলা হবে তৃণমূল ভবনকে।
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকেও স্থান সংকুলান হত না কখনও সখনও। জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকা নিয়েও এতদিন স্থায়ী কিছু ছিল না। এবার থেকে সেই ব্যবস্থাও করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত ৫ জুন তৃণমূল ভবন সম্প্রসারণের ইঙ্গিত দিয়েই রেখেছিলেন, এবার সেই কাজই শুরু হবে। শুক্রবার তার সার্ভেও করা হয়েছে। একই ছাদের তলায় বসে সমস্ত সাংগঠনিক কাজ করার বন্দোবস্ত করা হচ্ছে। কেমন হবে তৃণমূল ভবনের নতুন লুক!
- থাকবে প্রতিটি শাখার জন্যে আলাদা ঘর।
- থাকবে সংগঠনের শীর্ষ নেতাদের জন্যে ঘর।
- জেলা থেকে আসা কর্মীদের জন্যে বসার ব্যবস্থা।
- থাকবে প্রেস কনফারেন্স রুম। ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা।
- এছাড়া দলীয় বৈঠকের জন্যে থাকবে হল ঘর ও কনফারেন্স রুম।
- বানানো হবে ক্যান্টিন যেখানে দলের কর্মীরা সুলভে খাবার পাবেন।
- দলের যুব সংগঠন, কালচারাল সেল সহ অন্যান্য সংগঠন গুলির জন্য আলাদা ঘর তৈরি হবে।
আরও পড়ুন- ঠান্ডা পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ৪ জনকে অজ্ঞান করে কফিনবন্দি করেছিল আসিফ!





































































































































