শনিবার সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল( world test championship final) ম্যাচ খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি(virat kohli)। ভারতের হয়ে সব চেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে নজির গড়লেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে(Ms dhoni)।

এদিন দেশকে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সবচেয়ে বেশি বার নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন কোহলি। সাউদাম্পটনে টেস্ট ক্যাপ্টেন হিসেবে ৬১তম ম্যাচ খেলছেন তিনি। ভারতের হয়ে টেস্টে মোট ৬০টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন ধোনি। সেক্ষেত্রে শনিবার ম্যাচ খেলতে নেমে ৬১তম টেস্টে অধিনায়কত্ব করে পিছনে ফেলে দিলেন ধোনিকে।
২০১৪ সালে অধিনায়কত্বের দায়িত্ব আসে কোহলির কাঁধে। সেই দায়িত্ব নেওয়ার পর কোহলির নেতৃত্বে ভারত ৩৬টি টেস্ট জিতেছে। ১৪টি হেরেছে এবং ১০টি ড্র করেছে।
এইক্ষেত্রে শুধু ধোনিকে টপকে যাওয়াই নয়, এশিয়ার সব থেকে বেশি অধিনায়কের মধ্যেও শীর্ষে বিরাট। এশিয়ার কোনও দেশের অধিনায়কই এতগুলো ম্যাচে নেতৃত্ব দেননি। আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের। ১০৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন:অভিষেক টেস্ট খেলতে নেমে নজির গড়লেন শেফালি বর্মা, তাঁর ব্যাটে মুগ্ধ হয়ে টুইট সেহবাগের












































































































































