দান নয় ত্রান নয়, ষোলোআনায় পাশে থাকার অঙ্গীকার। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং বিধায়ক (MLA) মদন মিত্রের (Madan Mitra) উদ্যোগে আজ, শনিবার ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করেও বসেছিল “সুফলা”, সাপ্তাহিক সব্জি বাজার। মাত্র ১ টাকায় ৫ কেজি টাটকা সব্জি এই বাজারে। অর্থাৎ ষোলোআনায় নিয়ে যান ব্যাগ ভর্তি বাজার।
মহামারী আবহে কাজ হারানো অসহায় দরিদ্র মানুষের পাশে কামারহাটি (Kamarhati) বিধানসভার জনপ্রিয় বিধায়ক মদন মিত্র। তাঁর উদ্যোগে খেটে খাওয়া মানুষগুলোর এই অসহায় অবস্থা থেকে কিছুটা ভালো রাখার প্রয়াস।
শুধু সব্জি বিতরণ নয়, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কামারহাটির বিভিন্ন অঞ্চল। জমা জল উপেক্ষা করেই মদন মিত্র কামারহাটির মানুষের জন্য বিদেশি এবং উন্নত প্রযুক্তির কুড়িটি কনসেনট্রেটর মেশিন এলাকাভিত্তিক কো-অর্ডিনেটরদের হাতে তুলে দেন ।

আরও পড়ুন- স্কুলের বেতন দিতে না পারলেও কাটা যাবে না পড়ুয়ার নাম, নির্দেশ হাইকোর্টের


































































































































