দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এলো আড়াই হাজারের নিচে।পাল্লা দিয়ে কমল মৃত্যুও।
শনিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১০৯ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ২৩,০১৩ জন। সুস্থতার হার ৯৭.২৪। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের।
স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ২১৭। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ৯ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এলো চারশোর নীচে। একদিনে ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।
আরও পড়ুন- মুখে বালিশ চাপা, গলায় ফাঁস! দিঘার হোটেল মালিকের রহস্যমৃত্যু 

































































































































