পরিবর্তন হচ্ছে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) ভারতের প্রথম একাদশ। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই ইঙ্গিত দিলেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর( R Sridhar)।

শুক্রবার বহু অপেক্ষাকৃত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন থাকলেও, বৃষ্টির জন্য প্রথম দিনের ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আইসিসি। তবে এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। যে কারণে ম্যাচ এ বার গড়াবে ষষ্ঠ দিনে, অর্থাৎ ২৩ তারিখ পর্যন্ত। বৃষ্টির কারণে শুক্রবার সাউদাম্পটনে করা জায়নি টসও। এক্ষেত্রে সবার প্রশ্ন ওঠে, তাহলে শনিবার আবহওয়ার দিকে নজর রেখে কী তাদের প্রথম একাদশে পরিবর্তন আনবে টিম ইন্ডিয়া। এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ক্রিকেট প্রেমীদের মুখে। কিন্তু দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে প্রথম একাদশ না বদলানোর ইঙ্গিত দিলেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর।
সাংবাদিক সম্মেলনে শ্রীধর বলেন,” আমি জানতাম, এই প্রশ্নটার মুখে পড়তে হবে। তবে যে এগারো জনকে বেছে নেওয়া হয়েছে, তারা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। আমরা পিচ এবং পরিবেশের কথা মাথায় রেখেই চূড়ান্ত দল গড়েছিলাম। ”
আরও পড়ুন:স্কটল্যান্ডের কাছে আটকে গেল ইংল্যান্ড











































































































































