সোমবার থেকে আরও বাড়ছে কলকাতায় মেট্রোয় ট্রেনের সংখ্যা। ২০টি ডাউন এবং ২০টি আপ মিলিয়ে মোট ৪০টি মেট্রো চলবে। উঠতে পারবেন এমারজেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। কোন কোন সময়ে চলবে এই মেট্রো?
এতদিন পর্যন্ত কেবলমাত্র দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত বিশেষ মেট্রোগুলি চলত। কিন্তু, সোমবার থেকে মেট্রোগুলি ছাড়বে দক্ষিণনেশ্বর পর্যন্ত। আগামী সোমবার অর্থাৎ ২১ জুন থেকে দক্ষিণশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ৪০টি ট্রেন চলবে। দক্ষিণনেশ্বর থেকে সকাল ৯টা থেকে ১১টা ১৫ পর্যন্ত মেট্রো ছাড়বে। আবার দুপুর তে ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাড়বে বিশেষ মেট্রো। প্রতি ১৫ মিনিট অন্তর একটি রেক চালানো হবে। সবকটি মেট্রো চলবে কেবলমাত্র সোম থেকে শনিবার পর্যন্ত। রবিবার কোনও মেট্রো পরিষেবা মিলবে না। তবে এখনই সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন না। মেট্রোর নির্দেশিকা অনুযায়ী, স্বাস্থ্য কর্মী, আইন–আদালতের সঙ্গে যুক্ত কর্মী, সাংবাদিক, সমাজকর্মী, ব্যাঙ্ক, বিদ্যুৎ, জল, টেলিকম, ইন্টারনেট, দমকল, বিপর্যয় মোকাবিলা, খাদ্য, বিমা, শ্মশান কর্মীরা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। প্রত্যেকের কাছে পরিচয়পত্র থাকা অবশ্যক।
আরও পড়ুন- শিশির-সুনীলের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠালেন লোকসভার স্পিকার



































































































































