হাত বাড়ালেই বন্ধু! ইয়াস বিধ্বস্ত সাগরের মানুষের পাশে বেলানগরের তরুণ-তরুণীরা

0
2

সুপার সাইক্লোন ইয়াস ও ভরা কটালের জেরে প্লাবিত হয়েছে সাগর দ্বীপের বিস্তীর্ণ এলাকা। বিপর্যয়ের মুখে পড়েছেন বহু মানুষ। ভেঙেছে বহু ঘরবাড়ি, ক্ষতি হয়েছে চাষের জমি, গবাদি পশু। তাদের বেচেঁ থাকার স্বপ্ন এখন চুরমার হয়ে গিয়েছে। দু-মুঠো অন্ন যোগানো এখন তাদের কাছে কঠিন। এখনও সাগরের বিভিন্ন এলাকার বহু বাড়ি জলেই নীচে I

এই পরিস্থিতিতে, অসহায় মানুষগুলোর বেঁচে থাকার প্রেরণা হয়ে দৈনন্দিন জীবনের কিছু দ্রব্য সামগ্রী নিয়ে, সুদুর বেলানগর থেকে সাগরের অসহায় মানুষের পাশে দাড়াতে ছুটে গেলেন বছর একদল তরুণ।

অভুক্ত ক্ষুধার্ত প্রায় একশোর বেশি পরিবারের হাতে তুলে দিলেন শুকনো খাবার থেকে পানীয় জল। এখানেই শেষ নয়, এই অসহায় মানুষগুলোর আরও কিছু দিন চলার জন্য চাল, ডাল,আমূল দূধ, তেল, চিনি, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন-সহ প্রায় কুড়ি পঁচিশ রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন তাঁরা।

আরও পড়ুন:মোদির ‘গৌরবোজ্জ্বল’ ইতিহাসের কথা প্রধানমন্ত্রীর দফতর-ই জানেনা